স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে গত ৪ঠা নভেম্বর সন্ধ্যায় জুট মিলের এক নারী শ্রমিক(২৬) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রুজু হয়েছে।
মামলা সুত্রে প্রকাশ, সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামের ওই নারী শ্রমিক বছর তিনেক পূর্বে স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হয়। তারপর থেকে সে সদর উপজেলার আলীপুর গ্রামের নানা বাড়ীতে বসবাস করার পাশাপাশি আলাদিপুরে অবস্থিত রাজবাড়ী জুট মিলে কাজ করে। গত ৪ঠা নভেম্বর সন্ধ্যায় ওই নারী শ্রমিক মহারাজপুর গ্রামে অবস্থিত তালই বাড়ীতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে নানা বাড়ী থেকে বের হয়।
অটোরিক্সাযোগে মহারাজপুর ব্রীজের কাছে গিয়ে নামার পর পায়ে হেঁটে তালই বাড়ীতে যাওয়ার সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে ব্রীজের আনুমানিক ২০ গজ দূরে পৌঁছালে ওই যুবতীর পূর্ব পরিচিত মহারাজপুর গ্রামের সিরাজ মৃধার ছেলে আকেন মৃধা(৩৩) এবং বাজিতপুর গ্রামের আয়নাল শেখের ছেলে সেলিম শেখ (২৮)সহ তাদের আরেকজন সহযোগী যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তার পথরোধ করে। এরপর সেলিম শেখ তার মুখ চেপে ধরে রাখে এবং আকেন মৃধা তাকে পাজাকোলা করে পার্শ্ববর্তী জাকির চেয়ারম্যানের মেহগনি বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর অজ্ঞাতনামা সহযোগীর সহযোগিতায় প্রথমে আকেন, তারপর সেলিম তাকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর আকেন ও সেলিমের সহযোগীরা তাকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় ফরিদ সরদার, অলি মিয়া ও সাচ্চু পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাওয়ার সময় শব্দ শুনে সেদিকে টর্চের আলো ধরলে ধর্ষকরা তাকে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ধর্ষণের শিকার হওয়া ওই নারী শ্রমিক বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা নং-৯, তাং-৫/১১/২০১৪ ইং, ধারাঃ ইং ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত-২০০৩) ৯(৩)/৩০ দায়ের করে। রাজবাড়ী থানার সেকেন্ড অফিসার এস.আই রাজিউর রহমান মামলাটি তদন্ত করছেন। এ খবর লেখা পর্যন্ত মামলার কোন আসামী গ্রেফতার হয়নি।
আপডেট : বৃহস্পতিবার নভেম্বর ০৬,২০১৪/ ০৯:৫৮ এএম/ আশিক