এককথায় বলা যেতে পারে অভাবনীয়! সরাসরি গানের অনুষ্ঠানে ফোন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী।
টেলিভিশনে চলছিল লাইভ গানের অনুষ্ঠান।
দর্শকদের টেলিফোন নিচ্ছিলেন রাজবাড়ীর সন্তান উপস্থাপিকা দিলরুবা সাথী।
হঠাৎ করেই উপস্থাপিকা দিলরুবা সাথী বিস্মিত। ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যাকে। এভাবেই টেলিফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে চমকে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজবাড়ীর সন্তান উপস্থাপিকা দিলরুবা সাথী’র উপস্থাপনায় চ্যানেল আইয়ের নিয়মিত গানের অনুষ্ঠান
‘গানে গানে সকাল শুরু’ চলছিল । সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন উপলক্ষে সাজানো হয়েছিল অনুষ্ঠানের এই পর্বটি। সেখানেই গানের এক ফাঁকে হঠাৎ ফোন আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফোন পেয়ে অভিভূত হয়ে পড়েন বন্যাসহ অনুষ্ঠানের সবাই। টেলিফোনে প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যাকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ জন্মদিন বন্যা। তোমার সুরের মূর্ছনায় সারা বাংলাদেশ মোহিত হয়ে থাকুক, সেটাই আমি চাই। যুগ যুগ ধরে তুমি, তোমার এই সুরেলা কণ্ঠ বাংলাদেশের মানুষের হৃদয়কে আরও জাগ্রত করুক। আরও সুন্দরভাবে তুমি গান গেয়ে যাও। দীর্ঘজীবী হও। আমার দোয়া সব সময় তোমার জন্য থাকবে।’
আপডেট : বুধবার – জানুয়ারী ১৪,২০১৫/ ০৩: ৫০ এ.এম/ তারেক পলিন
অনুষ্ঠানের ভিডিও লিংক নিচে :
https://www.youtube.com/watch?v=KPU2UtVQ3-M