স্টাফ রিপোর্টার : বাংলাদেশের মানুষের চাহিদার কথা মাথায় রেখে রাজবাড়ীর যুবক রাকিব হোসেন তৈরী করেছেন তথ্য খোঁজার নতুন ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিন ‘বিডিগ্রাম.কম’(Bdgram.com)।
এখানে সার্চ করে যে কোন ওয়েবসাইট, ইমেইজ, নিউজ, ভিডিও, আবহাওয়া, মুভি, উকিপিডিয়া রেজাল্ট, অডিও, ডেভিনেশন ইত্যাদি ফলাফল খুব দ্রুত খুঁজে পাওয়া যাবে।
‘বিডিগ্রাম’ এর প্রতিষ্ঠাতা রাকিব হোসেন জানান, বাংলাদেশের মানুষ যাতে ইন্টারনেটে খুব সহজে দ্রুত তাদের কাঙ্খিত যে কোন তথ্য খুঁজে পান সেই লক্ষ্যে ‘বিডিগ্রাম’ প্রতিষ্ঠা করা হয়েছে। ‘বিডিগ্রাম’ এ প্রতিটি সার্চের সাথে সাথে ইনস্ট্যান্ট ফলাফল দেখাবে । এছাড়াও হোমপেইজে সাম্প্রতিক সময়ের আলোচিত সকল খবর দেখা যাবে।
ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ‘বিডিগ্রাম’সহ সকল বাংলাদেশী সার্চ ইঞ্জিন ব্যবহারের অনুরোধ জানিয়েছেন রাকিব হোসেন। এছাড়া ‘বিডিগ্রাম’এর মান উন্নয়নে সকলের সহযোগিতা কমনা করেছেন তিনি।