শিহাবুর রহমান : রাজবাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৬২টি পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জেলা পরিষদ সেবামুলক একটি প্রতিষ্ঠান। এখানে তেমন কোন বরাদ্দ নেই। প্রধানমন্ত্রীর তহবিল থেকেও কিছু আসে না। পদ্মা নদীর ভাঙনে আপনাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার সাধ্য আমাদের নেই। আমরা শুধু আপনাদের পাশে দাঁড়িয়েছি’।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি বলেন, প্রয়োজনের তুলনায় এই পাঁচ হাজার টাকা খুব কম হলেও আপনারা উপকৃত হবেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ পৃথিবীর সবদেশেই হয়। বাংলাদেশেও হয়েছে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোন দূর্যোগ মোকাবেলা করার সামর্থ্য বাংলাদেশের আছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ূম। আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখার ব্যবস্থাপক মোঃ তৌহিদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ ও বরাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ ফরিদ উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, পদ্মা নদীর ভাঙনে সদর উপজেলার বরাট ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রায় পাঁচ শতাধিক বাড়ী নদী গর্ভে বিলীন হয়ে যায়। নদী ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং এলাকার আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতায় তালিকা করে এ সহায়তা প্রদান করেন।