‘এক গুচ্ছ কবিতায়’
(তাহমিনা মুন্নী)
এক গুচ্ছ কবিতায় লিখেছিলাম
আর রক্ত পাত নয়
বড়ই অপরিণত বয়স ছিল
তবু লিখেছিলাম
বড় ভয় পাই
তিল তিল করে গড়ে ওঠা
রুধির শানিত ধারা
যখন অস্ত্রাঘাতে ঝরে
অঝোর ধারায়।
এক গুচ্ছ কবিতায় লিখেছিলাম
আর কান্না নয়
যে চোখে মায়ার কাজল আঁকা
নিশ্চল স্বপ্ন বেঁচে থাকার
বড় ভয় পাই
যখন আঘাতে পর আঘাত আসে
শত মায়ের বুক খালি হয়ে
রোল পড়ে যায় কান্নার।
এক গুচ্ছ কবিতায়
গভীর অনূভুতি ব্যক্ত করেছিলাম!
আমার মত –
আর কি কেউ
রক্ত দেখে পায় না ভয়
অশ্রু জলের স্নান দেখে
হয় না কারো পাঁজর ক্ষয়।
আজ পরিনত বয়স
কিন্তু সেদিনের এক গুচ্ছ কবিতা
পদ্মা যমুনার বান ভাসিতে
ঢেউয়ের তালে মিশে গেছে।
রয়েছে বুকের চিনচিন ব্যথা
তবু লিখে যাই-
আর কত রক্ত চাই?
নর খাদকের দল
কবে তোদের বান ভাসি হবে।
আর আমি ফিরে পাব
আমার গুচ্ছ কবিতা
সেখানে থাকবে না
অকারণে রক্ত ক্ষরণ
ভেসে যাওয়া কবিতার পাতায়
থাকবে না অশ্রু জলের ক্রন্দন।।