‘তুমি রবে’
(তাহমিনা মুন্নী)
যে তুমি আজ না ফেরার দেশে
অভিমানে গেলে চলে
রেখে গেছো তোমার পদচিহ্ন
কি করে যাই ভুলে।
দ্যাখো চেয়ে দ্যাখো
দূর বনের পাখি
কাঁদিছে নিরন্তর
শুন্যতা কি যাবে এ বেলায়
কাটিবে ঘনঘোর।
যে ধারালো অস্ত্র হাতে
রেখে গেলে প্রতিচ্ছবি
দাও গো আশিস
মোর খোঁয়াড়ে
আসে যেন সেই রবি।
তুমি রেখে গেছো
কাব্য কথার
বানী সুমধুর
বুকের পাঁজরে
দিয়েছো এঁকে
এমন গানের সুর।
যতদিন রবে আকাশ বাতাস
এই বাংলায় মাটির ঘ্রান
তোমার কাব্য কথার ডালি
ততদিন রবে দেদীপ্যমান।