স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে একটি চোরাই মোটরসাইকেল ও ৫০ গ্রাম গাঁজাসহ শাকিল আহম্মেদ সবুজ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ ডিসেম্বর) গভীর রাতে শহরের পাবলিক হেলথ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার মৃত ইয়াছিন আহম্মেদের ছেলে।
রাজবাড়ী সদর থানার সেকেন্ড অফিসার এসআই খান বিল্লাল জানান, গ্রেফতার শাকিল মোটরসাইকেল চোর দলের সক্রিয় সদস্য। পাবলিক এলাকায় যত মোটরসাইকেল চুরি হয়েছে তার সঙ্গে সে জড়িত রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার রাত সোয়া ৩টার দিকে পাবলিক হেলথ মোড়ে শচীন ঘোষ ও কাজলের বাড়ির সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও একটি চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।