স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর কালুখালীতে ট্রাকচাপায় সালাউদ্দিন গাজী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গড়িয়ানা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন রাজবাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়নের কামালপুর গ্রামের সানাউল্লাহ গাজীর ছেলে। তিনি মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে নিজ বাড়িতে ফিরছিলেন বলে জানাগেছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহফুজার রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৯৯০) রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক দিয়ে পাংশা থেকে রাজবাড়ী শহরের দিকে আসছিলো। পথিমধ্যে কালুখালী উপজেলার গড়িয়ানা নামক স্থানে পৌছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ট্রাকটি রাস্তার পাশে রেখে পালিয়ে গেছে।