স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে ২০০পিস ইয়াবাসহ মামুন (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
সোমবার (১ মে) বিকেল ৪টার দিকে জেলা সদরের রামকান্তপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মামুন কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ধামচন্দ্রপুর গ্রামের আবুল কালামের ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, মামুন কালুখালী উপজেলার কুখ্যাত মাদক বিক্রেতা। বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামকান্তপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬০ হাজার টাকা।
এ ঘটনায় মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
রাজবাড়ী নিউজ২৪.কম/ আশিক