স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৯৭ পিস ইয়াবাসহ মো. সবুজ মোল্লা (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপঁচা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সবুজ গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামের মো. রশিদ মোল্লার ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, বিকেলে সবুজ তেনাপঁচা গ্রামের সামাদ মোল্লার বাড়ির সামনে রাস্তার উপর ইয়াবাসহ অবস্থান করছিলেন। খবর পেয়ে ওই স্থানে অভিযান চালিয়ে ৯৭ পিস ইয়াবাসহ তাকে আটক করে গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
রাজবাড়ী নিউজ২৪.কম/ আশিক