স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে ৩০ বোতল ফেনসিডিলসহ হাজেরা বেগম (৪০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
রোববার (০৬ আগস্ট) দুপুরে রাজবাড়ী বাজারের টেম্পু স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। হাজেরা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের ওমেদুল মণ্ডলের স্ত্রী।
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, দুপুরে রাজবাড়ী বাজারের টেম্পু স্ট্যান্ড এলাকা থেকে হাজেরাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। হাজেরার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।