‘বসন্ত’
(রুমা ইসলাম)
কুয়াশা ঢাকা কনকনে শীত কাটিয়ে
এলো ঋতু রাজ্যের নব জাগরণ,
বসন্তের সোনা রোদ্দুরে
চিত্তে জাগে আহ্লাদের শিহরণ।
বৃক্ষসারি সুগন্ধে মাতায়
হলদে সোনালী মুকুলে,
তরুণ পরাণ জুড়ায় তখন
কোকিলের কুহতানে।
শস্যে ফুলের আগুন রূপে
মাঠ ঘাট পুড়ে ছাই,
রূপসী কন্যা আলতা পায়ে
রাখাল বাঁশি বাজায়।
কুসুম কলি ফোটে বনে বনে
পাখিরা গান গায়,
কৃষ্ণকলির ডগায় বসিয়া
ভ্রমরে মধু খায়।
বাসন্তী রঙের শাড়ির আঁচল
সাজায় ভুবন গায়,
নাহি শীতল, নাহি উষ্ণ
বসন্তের নীল ছায়ায়।