গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ২২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৮৫ হাজার টাকাসহ মৌসুমী আক্তার (৩০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. আব্দুর রাজ্জাকের স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা বলেন, মৌসুমী একজন পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে তিনি হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ২২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৮৫ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য দুই লাখ ২০ হাজার টাকা।
এ ব্যাপারে মৌসুমীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
রাজবাড়ী নিউজ২৪.কম/ আশিক