বালিয়াকান্দি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দুই হাজার ১০০ পিস ইয়াবাসহ মনিরুজ্জামান বিশ্বাস (২৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৪ মে) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হলুদবাড়ীয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মনিরুজ্জামান ওই গ্রামের আব্দুস ছালাম বিশ্বাসের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি করে দুই হাজার ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় লাখ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় আটক মনিরুজ্জামানের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।