ঢাকা : বড়দিন উপলক্ষে জনপ্রিয় সংগীত শিল্পী মিলনের হৃদয়ের ক্যানভাসে শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও মুক্তি পেতে চলেছে। এতে মডেল হিসেবে রয়েছেন রাজবাড়ীর আদর সাহা ও এস কে তৃষা। গানটি লিখেছেন এ সময়ের আলোচিত গীতিকার প্রসেনজিত মন্ডল এবং সুর ও সংগীত আয়োজন করেছেন আল আমীন খান।
বেশ কিছুদিন হলো ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে এই ভিডিওটির শুটিং শেষ করেছেন ভিডিওটির নির্মাতা রাফসান সানি। আগামীকাল ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে ডিপি মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে এই গানের ভিডিওটি প্রকাশ করা হবে।
মিউজিক ভিডিওটি সম্পর্কে মডেল আদর সাহা বলেন, মিলন ভাইয়ের মত এত জনপ্রিয় একজন শিল্পীর গানের ভিডিওতে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আর সেই সাথে ভিডিওটি সম্পর্কে বলতে পারি খুবই সুন্দর একটা রোমান্টিক মিউজিক ভিডিও দর্শক পেতে যাচ্ছে। আমরা সবাই মিলে অনেক যত্নসহকারে কাজটি করেছি। আশা করছি দর্শক ভালো কিছু পাবে।