রাজবাড়ী : রাজবাড়ী বাজারের টিনপট্টিতে অবস্থিত গ্যাসের দোকান মেসার্স ছরোয়ার ট্রেডার্সে প্রবেশ করে দোকান মালিক মো. আনোয়ার হোসেনকে (৩৪) মারপিটের চেষ্টা করেছে দুই ব্যক্তি।
গত ২৩ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৬ অক্টোবর রাজবাড়ী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী আনোয়ার হোসেন। পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করে তদন্ত করছেন।
অভিযুক্ত দুই ব্যক্তি হলেন- রাজবাড়ী শহরের লক্ষীকোল এলাকার পলাশ (৩২) ও সবুজ (৩০)।
ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘পলাশ ও সবুজের সাথে ব্যবসায়ীক বিষয় নিয়ে আমার বিরোধ চলছে। এ বিরোধের জেরে গত ২৩শে অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে তারা হঠাৎ করে আমার দোকানে প্রবেশ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার দোকানে থাকা লোহার টুল দিয়ে কয়েকবার আমার মাথায় আঘাত করতে তেড়ে আসে। আমি তাদেরকে বাঁধা দিলে তারা আমাকে হাত ধরে টেনে মারার উদ্দেশ্যে দোকানের বাহিরে নিয়ে যেতে চায়। এক পর্যায়ে আমার চিৎকার-চেচামেচিতে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। তবে যাবার সময় তারা পরবর্তীতে আমাকে খুন-জখম করবে বলে হুমকি দিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘এই পুরো ঘটনা আমার দোকানের সিসি ক্যামেরায় ধারণ হয়েছে। আমি সিসি ক্যামেরার ফুটেজ থানায় জমা দিয়েছি এবং একটি অভিযোগ দায়ের করেছি। পুলিশ অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করে তদন্ত করছেন।’
রাজবাড়ী সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।