রাজবাড়ী ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নাট্য ব্যাক্তিত্ব জালালুর রহমান (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক ও গোয়ালন্দ সম্মিলিত নাট্য দলের সভাপতি ছিলেন।
গতকাল সোমবার বিকেলে জানাযা শেষে স্থানীয় পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন ভাই, দুই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে নাট্য অভিনেতা জালালুর রহমানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। তার মৃত্যুতে গোয়ালন্দ উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্যদল, সংস্কৃতি অঙ্গন, সামাজিক সংগঠন একজ ও গোয়ালন্দ প্রেসক্লাব শোক প্রকাশ করেছে।
আপডেট : মঙ্গলবার ১৫ জুলাই,২০১৪/ ০১:৩৭ এএম/ আশিক