রাজবাড়ী ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর দৌলতদিয়া পয়েন্টে ১৬জুলাই বুধবার জেলেদের জালে ধরা পড়েছে তিন মণ ওজনের ৩টি পাঙ্গাস মাছ। যার প্রতিটি ওজন প্রায় ৪০ কেজি।
জেলে সোনাই হালদার জানান, বুধবার দুপুর ১টার দিকে পদ্মা নদীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাট এলাকায় তারা জাল ফেলেন। এসময় ৩টি বিশাল আকৃতির পাঙ্গাস মাছ তাদের জালে ধরা পড়ে।
তিনি আরো জানান, অনেক দিন পর এত বড় ৩টি পাঙ্গাস মাছ এক সাথে ধরা পড়লো।
মাছ ব্যবসায়ী শাজাহান মিয়া সংবাদমাধ্যমকে জানান, তিনটি মাছের মোট ওজন হয়েছে ১১৫ কেজি। ৮শ টাকা কেজি দরে মোট ৮৬ হাজার টাকা দিয়ে মাছ তিনটি আমি কিনেছি। এগুলো বিক্রির উদ্দেশে ঢাকা পাঠানো হবে।
আপডেট : বৃহস্পতিবার ১৭ জুলাই,২০১৪/ ০১:২৮ এএম/ আশিক