রাজবাড়ী ডেস্ক : রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা শ্রমিক লীগের সভাপতি শ্রমিক নেতা আব্দুল মালেক মিয়া (৫৭) ১৯জুলাই শনিবার দুপুর ১২টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)।
এর আগে, শুক্রবার দুপুরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার সোহরাওয়ারর্দী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আব্দুল মালেক মিয়ার বাড়ি গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আড়ৎ পট্টি এলাকায়।
প্রথমে ঢাকায় ও পরে গোয়ালন্দে দুই দফা নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় পৌর কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আপডেট : রবিবার ২০ জুলাই,২০১৪/ ০২:০৪ এএম/ আশিক