নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত শনিবার সকালে দূর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায় শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলৰে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৬জন ছাত্রী দু’টি গ্র্বপে অংশ নেয়। প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা শেষে কমিটির সভাপতি অধ্যাপক দিলীপ কুমার নন্দীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কমিটির সাধারণ সম্পাদক অধ্যৰ মীর আব্দুল বাতেন, পৌরসভার কাউন্সিলর ও কমিটির সদস্য রাশিদা ইয়াসমীন, বোয়ালিয়া ইউপির প্রাক্তন চেয়ারম্যান ও কমিটির সদস্য শাহিদা রহমান এবং পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিৰক মোঃ মতিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক দিলীপ কুমার নন্দী বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতির কারণে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হয়। তাই দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এৰেত্রে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান তিনি। শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৬জন শিৰার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।