শামসুল সালেহীন অপু : রাজবাড়ী শহরের সুইমিংপুল এলাকায় আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মাহেন্দ্র গাড়ীর ধাক্কায় নাজিমদ্দিন মিয়া (লাল) (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
নিহত নাজিমদ্দিন চরলক্ষীপুর বিসিক রোড এলাকার মৃত আজিমদ্দিন মিয়ার ছেলে।
নিহতের ভাতিজা ফয়সাল মিয়া জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নাজিমদ্দিন পায়ে হেটে রাজবাড়ী শহর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় শহরের সুইমিংপুল এলাকায় পৌছলে পিছন থেকে একটি দ্রুতগামী মাহেদ্র এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আপডেট : মঙ্গলবার অক্টোবর ১৪,২০১৪/ ১০:২৪ পিএম/ আশিক