রাজবাড়ী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর পক্ষে ভোট চাইলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
সোমবার (০৮ ফেব্রুয়ারী) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজবাড়ী বাজারের বিভিন্ন সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করাসহ নৌকা মার্কায় ভোট চান কৃষক লীগের কেন্দ্রীয় এই নেতা।
এ সময় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা ড. এম.এম সিদ্দিক, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আব্দুল জলিল, জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কার খান, যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুর রহিম, হেনা মুন্সিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।