সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করলো বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। নাজমুল হোসেন শান্তর অভিষেক নেতৃত্বের ম্যাচে বাংলাদেশ ১৫০ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্পিনাররা তুলে নিয়েছেন ৯টি উইকেট। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। চতুর্থ দিন শেষেই সিলেটে জয়ের সুবাস পেয়েছিল টাইগাররা। বাকি ছিল শুধু অপেক্ষার। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুনচক্র দারুণভাবে শুরু করলো লাল-সবুজের বাংলাদেশ। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ খেলতে নামা বাংলাদেশ ১২ পয়েন্ট দিয়ে যাত্রা শুরু করল।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগেও ছয় ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে তাতে আসেনি একটিও জয়। ৭ম টেস্টে এলো প্রথম জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ ওদের দেশে মাউন্ট মঙ্গানুইনে। দুই দলের ছয় টেস্টের তিনটি জিতেছিল কিউইরা, বাকি তিনটি হয়েছিল ড্র।
২৮ ডিসেম্বর সিলেটে টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের ৮৬ রানে ভর করে ৩১০ রান সংগ্রহ করে। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে (১০৪) ৩১৭ রান করে ৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেনের সেঞ্চুরি, মুশফিক ও মিরাজের হাফ সেঞ্চুরিতে ৩৩৮ রান তোলে। ৩৩২ রানের লক্ষে খেলতে নেমে চতুর্থ দিনই নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ফেলে। আজ ২ ডিসেম্বর শেষ দিনে জয়ের জন্য ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। প্রথম সেশনেই অপূর্ণ কাজ সম্পূর্ণ করেছেন স্পিনাররা। দুই ইনিংসে তাইজুল মোট ১০ উইকেট নিয়ে বনে গেছেন ম্যাচের নায়ক।