প্রায় ৬ বছর আগে সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ঘরের মাঠে সেই হারের প্রতিশোধই নিয়েছেন বাঘিনীরা।
শুক্রবার (১ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেন তহুরা খাতুন, একটি গোল করেন আফিদা খন্দকার।
এর আগে ২০১৭ সালে হারা ম্যাচেও বাংলাদেশের গোল ব্যবধান ছিল ৩-০। এবার সেই একই স্কোরলাইনে জয় তুলে নিলো বাংলাদেশ।