প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ৭:২২ পূর্বাহ্ণ
বিশ্বকাপ নিয়ে ভাবছেন না মেসি
লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল ছাড়বেন কবে? কাতারে বিশ্বকাপ জেতার পর থেকেই মেসিকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অনেকবার। মেসিও জানিয়েছেন, যতদিন সম্ভব খেলা চালিয়ে যাবেন। তবে কি ২০২৬ বিশ্বকাপেও দেখা যাবে মেসিকে? তবে আপাতত প্রায় তিন বছর দূরের বিশ্বকাপ নিয়ে ভাবছেন না আর্জেন্টাইন তারকা। তার ভাবনায় এখন শুধু আগামী বছরের কোপা আমেরিকা।
গত জুনে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে নাম লেখান মেসি। মেজর লিগ সকারের দলটির হয়ে বেশ ভালো সময় পার করেছেন ৩৬ বছর বয়সী মেসি। এই দেশেই হবে আগামী বছর কোপা আমেরিকা। আর ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে বৈশ্বিক আসর।
২০২৬ বিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৯। বিশ্বকাপে খেলতে হলে ফিটনেস থাকতে হয় উঁচু মানের। মেসি কি পারবেন সেই ফিটনেস ধরে রাখতে? ইদানিং ফিটনেস নিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে মেসিকে। তাই লিওনলে মেসির বিশ্বকাপে খেলা নিয়েও তৈরি হচ্ছে নানান প্রশ্ন।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭
২০২৪ © Rajbari News 24 কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত