এরপর গতকাল দ্বিতীয় রাউন্ডে আরো দুর্দান্ত খেলেন তিনি। এদিন দুটি বগি করলেও বার্ডি মেরেছেন ৮টি। সব মিলিয়েই এমন ফল। বাকি দুই রাউন্ড নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই কে জানে হয়তো পেয়ে যেতে পারেন নিজের তৃতীয় এশিয়ান ট্যুর ট্রফি।
গতকাল খেলা শেষে এশিয়ান ট্যুরের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাত্কারে উচ্ছ্বসিত সিদ্দিকুর বলেন, ‘একটা দারুণ দিন পার করলাম। খুবই ভালো লাগছে আমার। আমি আসলে ভালোই খেলছি কিন্তু স্কোর ভালো হচ্ছিল না। আমি এখনো বিশ্বাস করি যে ভালো স্কোর করতে পারি। আর এটাই আমাকে ভালো খেলতে অনুপ্রেরণা জোগায়।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭