'হিংসা আর সংঘাত নয় বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই' এ স্লোগানকে সামনে রেখে ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় জেলার গণমাধ্যমকর্মীদের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের এক নম্বর রেলগেট এলাকার শহীদ স্মৃতি ফলকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন সাংবাদিকরা।
বিক্ষোভ সমাবেশ রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলানিউজের জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, যুগ্ম সম্পাদক ও কালেরকন্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদ রায়হান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ মামুন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস বক্তব্য রাখেন।
এ সময় ঢাকা মেইলের জেলা প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, যমুনা টিভির জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শামীম রেজা, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি শেখ রঞ্জু আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক মাতৃকন্ঠের চীফ রিপোর্টার আসহাবুল ইয়ামিন রয়েন, রিপোর্টার্স ইউনিটির অর্থ বিষয়ক সম্পাদক ও মাতৃকন্ঠের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সহ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সদস্য ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, বাংলাট্রিবিউনের জেলা প্রতিনিধি মঈনুল হক মৃধা, মাতৃকন্ঠের প্রতিনিধি সুজন বিষ্ণু, সাংবাদিক শিনান আহমেদ শুভসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে গণমাধ্যমের ওপর দুষ্কৃতিকারীরা যেভাবে হামলা-ভাঙচুর চালাচ্ছে তাতে গণমাধ্যম ও সাংবাদিকতা হুমকির মুখে পড়ছে। সম্প্রতি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সকল প্রতিষ্ঠানের ওপর হামলা ও ভাঙচুর হয়েছে। তার আগে একাত্তর টিভি, ডিবিসি, এটিএন নিউজ, সময় টিভিতে হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গণমাধ্যমের ওপর এভাবে হামলা-ভাঙচুর কোনভাবেই মেনে নেওয়া যায়না। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করা হচ্ছে যা খুবই কষ্টদায়ক। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি যারা মিডিয়াগুলোতে হামলা-ভাঙচুর ও লুটপাট করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭