বন্যার্তদের সহযোগিতায় ত্রাণ সামগ্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশ্য রওয়ানা দিয়েছে রাজবাড়ীর কালুখালী উপজেলার স্বেচ্ছাসেবী টিম।
বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলাবাসীর পক্ষ থেকে ট্রাকে করে ত্রাণ সামগ্রী নিয়ে রওয়ানা হন স্বেচ্ছাসেবীরা। যার সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন আহাদুজ্জামান সূর্য।
তারা নোয়াখালী জেলার বেগমগঞ্জসহ বন্যা কবলিত অঞ্চলগুলোতে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- শুকনা খাবার, চিড়া, মুড়ি, গুড়, টোস্ট বিস্কুট, বাচ্চাদের বিস্কুট, চানাচুর, খাবার পানি, খাবার স্যালাইন, মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন, মশার কয়েল, মোমবাতি, গ্যাস লাইট, বিভিন্ন প্রকার প্রয়োজনীয় ওষুধ ইত্যাদি।
স্বেচ্ছাসেবী টিমের নেতৃত্বে থাকা আহাদুজ্জামান সূর্য কালুখালীবাসীর কাছে দোয়া চেয়েছেন। যে কোন দুর্যোগ মোকাবেলায় তার টিম সর্বদা নিয়োজিত থেকে কাজ করবেন বলে জানিয়েছেন।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭