রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আওয়ামী দুঃশাসনের সময় রাজবাড়ীর অটোবাইক চালকদের কাছ থেকে ৩৫-৪০ টাকা করে চাঁদা নেওয়া হয়েছে। মাস্তান ফি ১০ টাকা করে নেওয়া হয়েছে। অটোচালকদের পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে। পুলিশের নাইট ডিউটি করতে হয়েছে। তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু আর নয়। আমি বেঁচে থাকতে আর কাউকে নির্যাতনের শিকার হতে হবে না।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকায় অটোস্ট্যান্ড সংলগ্ন জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দীর্ঘদিন পর আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এতোদিন স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের দোসরদের অন্যায়ের কেও কোন প্রতিবাদ করতে পারেনি। এখন প্রতিবাদ করার সময় এসেছে।
অটোচালকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পৌরসভাকে টাকা দিবেন না, তা না। তবে একটা নিয়মের মধ্যে থাকতে হবে৷ সেটা হবে খুব সীমিত। সেটা হবে আপনাদের সামর্থের মধ্যে। বাৎসরিক একটা নির্দিষ্ট টাকা দিবেন আপনারা। তবে আপনাদের একটা পরিচয় কার্ড দিতে হবে। ইউনিয়ন বা পৌরসভা থেকে আপনাদের একটা নাম্বার প্লেট দিবে। আমি খুব শ্রীঘ্রই ডিসি, এসপি, পৌরসভার যিনি দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলবো। আমরা যেন কোথাও বিশৃঙ্খলা না করি। আপনাদের সুন্দর একটি কমিটি করতে হবে। আপনারা সাহসের সাথে, সম্মানের সাথে চলবেন, বুক উঁচু করে চলবেন। আমি খৈয়ম আপনাদের সাথে আছি।
রাজবাড়ী জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহ আলম বক্তব্য দেন।
শুভেচ্ছা বক্তব্য দেন শ্রমিক নেতা আবুল কাশেম, আব্দুল সালাম, মো. বিল্টু ও মো. চঞ্চল।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি আব্দুল সালাম ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফজলু, কোষাধ্যক্ষ রিপন মন্ডল, দপ্তর সম্পাদক ইমনসহ অটো মালিক ও চালক এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭