Rajbari News 24

২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , সোমবার
Search
Close this search box.

রাজবাড়ীতে দাদাকে ভাত দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল কিশোরের

ভাত দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল নাতির। রাজবাড়ীর গোয়ালন্দে মাহেন্দ্রকে যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর সিজান শেখের (১৬) ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিজান গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জানোকি রায়ের পাড়ার সৌদি প্রবাসী মো. মফিজ শেখের ছেলে। সে স্থানীয় একটি হ্যাচারিতে শ্রমিক হিসেবে কাজ করতো।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, ঢাকাগামী জেআর পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারির সামনে পৌঁছালে বাসের পেছনের দুটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কে চলাচলরত একটি মাহেন্দ্র গাড়িকে ধাক্কা দেয়। এসময় মাহেন্দ্রের যাত্রী সিজান ছিটকে মহাসড়কের ওপর পড়লে বাসটি তাকে চাপা দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে সিজানকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিজানের সঙ্গে মাহেন্দ্রতে থাকা তার দাদি সাফিয়া বেগম বলেন, আমার স্বামী দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান করেন। তার দোকানে ভাত দিতে আমি ও সিজান মাহেন্দ্র গাড়িতে করে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিলাম। পথে একটি বাস আমাদের মাহেন্দ্রকে হালকা ধাক্কা দিলে সিজান মহাসড়কের ওপর পড়ে যায় এবং বাসটি তাকে চাপা দেয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. এ কে এম ওয়াহিদুল মুক্তাদির বলেন, আমরা সিজান শেখকে মৃত অবস্থায় পেয়েছি। তার মাথায় অনেক কেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছে।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ উন নবী বলেন, আমরা দুর্ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটিকে জব্দ করেছি। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনাস্থলে আমরা কোন মাহেন্দ্র পাইনি। তবে স্থানীয়দের কাছ থেকে শুনেছি মাহেন্দ্র গাড়ির নাকি কোন ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম

রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুল ইসলাম। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেফতার

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৬ এপ্রিল) রাতে ঢাকা মহানগর

অপহরণ মামলা থেকে বাঁচতেই কি ওসির বিরুদ্ধে মামলা?

রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী রিমা খাতুনের নামে পাংশা থানায়

আনন্দের সুন্নতে খতনার অনুষ্ঠানে নিমিষেই বিষাদের ছায়া!

বাড়িভর্তি মেহমান। সাজানো হয়েছে বড় প্যান্ডেল। রান্নার সব আয়োজনও সম্পন্ন। ছোটভাই রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানে গায়ে রঙ মেখে অন্য শিশুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে টাকা লুট

রাজবাড়ীতে সালমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘর থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৬ টার দিকে সদর