ভাত দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল নাতির। রাজবাড়ীর গোয়ালন্দে মাহেন্দ্রকে যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর সিজান শেখের (১৬) ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিজান গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জানোকি রায়ের পাড়ার সৌদি প্রবাসী মো. মফিজ শেখের ছেলে। সে স্থানীয় একটি হ্যাচারিতে শ্রমিক হিসেবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, ঢাকাগামী জেআর পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারির সামনে পৌঁছালে বাসের পেছনের দুটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কে চলাচলরত একটি মাহেন্দ্র গাড়িকে ধাক্কা দেয়। এসময় মাহেন্দ্রের যাত্রী সিজান ছিটকে মহাসড়কের ওপর পড়লে বাসটি তাকে চাপা দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে সিজানকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিজানের সঙ্গে মাহেন্দ্রতে থাকা তার দাদি সাফিয়া বেগম বলেন, আমার স্বামী দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান করেন। তার দোকানে ভাত দিতে আমি ও সিজান মাহেন্দ্র গাড়িতে করে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিলাম। পথে একটি বাস আমাদের মাহেন্দ্রকে হালকা ধাক্কা দিলে সিজান মহাসড়কের ওপর পড়ে যায় এবং বাসটি তাকে চাপা দেয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. এ কে এম ওয়াহিদুল মুক্তাদির বলেন, আমরা সিজান শেখকে মৃত অবস্থায় পেয়েছি। তার মাথায় অনেক কেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ উন নবী বলেন, আমরা দুর্ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটিকে জব্দ করেছি। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনাস্থলে আমরা কোন মাহেন্দ্র পাইনি। তবে স্থানীয়দের কাছ থেকে শুনেছি মাহেন্দ্র গাড়ির নাকি কোন ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭