রাজবাড়ীর গোয়ালন্দে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) সকলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা (মওনা) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, ওই যুবক নিষিদ্ধঘোষিত চরমপন্থী দলের সদস্য হতে পারেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে জেলার বাইরে থেকে ধরে আনার পর দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, আজ শনিবার ভোরের দিকে কয়েকজন পথচারী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মওনা এলকায় রাস্তার পাশে জঙ্গলের মধ্যে জবাই করা যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পরিচয় শনাক্ত করতে না পেরে তারা গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান।
লাশের পড়নে লাল রঙের হাফ হাতা গেঞ্জি ও নীল রঙের ফুল প্যান্ট পড়া ছিল। তার দুই পা বাধা ছিল। ধারণা করা হচ্ছে রাস্তার ওপর জবাই করার পর মরদেহটি রাস্তার পাশে জঙ্গলে নামানো হয়। মরদেহের পাশে একটি ধারালো বটি পাওয়া গেছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। সিআইডি এবং ডিবি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই দ্রুত পরিচয় শনাক্ত করতে পারবো।