Rajbari News 24

৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
Search
Close this search box.

কালুখালীতে ইউপি চেয়ারম্যান মজনুর শাস্তির দাবিতে মানববন্ধন 

ক্ষমতার দাপটে রাতারাতি যাত্রী ছাউনি ভেঙে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় ঘটনার মূল হোতা উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি চাঁদপুর বাসস্ট্যান্ডে ভেঙে ফেলা যাত্রী ছাউনি পুনঃনির্মাণের দাবি জানানো হয়।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী চাঁদপুর বাসস্ট্যান্ডের সামনে এ মানববন্ধনে স্থানীয় কয়েক শ’ নারী-পুরুষ অংশ নেন।

অভিযুক্ত মিজানুর রহমান মজনু রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের আস্থাভাজন হিসেবে এলাকায় পরিচিত।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডে অবস্থিত জেলা পরিষদের যাত্রী ছাউনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সেসময় মিজানুর রহমান মজনু জেলা পরিষদের সদস্য ছিল। পরে মজনু নিজের দোষ ঢাকতে তৎকালীন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলামকে দায়ী করে মানববন্ধন করে। পরে এ ঘটনায় মামলা হলে পিবিআইয়ের তদন্তে উঠে আসে যাত্রী ছাউনি ভাঙার সঙ্গে মিজানুর রহমান মজনু জড়িত। ওই যাত্রী ছাউনির পেছনে মার্কেট নির্মাণ করার জন্যই রাতের অন্ধকারে যাত্রী ছাউনি ভেঙে গুড়িয়ে দেয় মজনু। তারপরও মজনুর ভয়ে কেউ কোন কথা বলতে সাহস পেতনা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা থেকে পালিয়ে যায় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু। সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে মজনুর গড়া অট্টালিকায় ভাঙচুর করে। অবসান ঘোষণা করে মজনুর ত্রাসের রাজত্বের।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার সুবাদে মজনু (চেয়ারম্যান) মানুষের জমি দখল, চাঁদাবাজি, হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তার হাত থেকে বিএনপি, জামায়াতের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি সাংবাদিকও রেহাই পাননি।

মানববন্ধন চলাকালে সহিদুল ইসলাম, ওহিদুর রহমান, আলমগীর হোসেন, রেজা মন্ডল নামের স্থানীয় কয়েকজন বক্তব্য রাখেন। তারা প্রত্যেকে তাদের ওপর চালানো মজনু চেয়ারম্যানের নির্যাতনের চিত্র সকলের সামনে তুলে ধরেন।

সহিদুল ইসলাম বলেন, মজনু চেয়ারম্যান শুধু যাত্রী ছাউনিই ভাঙেনি। সে গুম, খুন ও চাঁদাবাজি করতো। এমন কোন অপরাধ নেই যে সে করেনি। মজনু ও তার লোকজন আমাকে ধরে দুর্গম চরাঞ্চলে নিয়ে যায়। সেখানে তিন দিন চোখ বেধে ফেলে রাখে। আমার নির্যাতনের চিত্র ভিডিও ধারণ করে আমার স্ত্রীকে এ দৃশ্য দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ নেয়। এরকম আরো অনেক ঘটনা সবারই জানা।

মানববন্ধনে স্থানীয়রা মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে ভেঙে ফেলা যাত্রী ছাউনিটি পুনঃনির্মাণের দাবি জানান।

মুরগীর খামারে দেয়া ছিল বিদ্যুতের লাইন, বিষ্ঠা সংগ্রহে গিয়ে প্রাণ গেল যুবকের

রাজবাড়ীর গোয়ালন্দে মুরগীর খামারে বিষ্ঠা সংগ্রহে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৭নম্বর

দৌলতদিয়ায় যৌনকর্মীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে সুমি আক্তার মিতা (৩০) নামের এক যৌনকর্মীকে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার

পাংশায় মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাছ কেটে ফেলে যান চলাচল বন্ধ করে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজবাড়ীর

রাজবাড়ী পৌরসভার ৬৮ কিলোমিটার সড়কের বেহাল দশা, ভোগান্তির অন্ত নেই

দীর্ঘদিন সংস্কারের অভাবে রাজবাড়ী পৌরসভার বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দেভরা এসব সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চলাচলে দুর্ভোগ

দুর্গাপূজায় নিরাপত্তা ও সুরক্ষায় থাকবে রাজবাড়ী বিএনপি

দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি সৌহার্দ্য-সম্প্রীতি রক্ষা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে রাজবাড়ী জেলা বিএনপি। উৎসব চলাকালে প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা শান্তি-শৃঙ্খলা

জিল্লুল হাকিমকে ধরলে ২ লাখ টাকা পুরস্কার দেবেন আওয়ামী লীগ নেতা 

রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতারের জন্য দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্স প্রবাসী এক