রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (এসপি) মোছা. শামিমা পারভীন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে বর্তমান পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
জানা গেছে, মোছা. শামিমা পারভীন ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে এমএসসি পাস করেন। তার বাড়ি দিনাজপুর জেলার কোতোয়ালি থানায়। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (হাইতি) নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি র্যাব-১২, র্যাব-৫, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে দায়িত্ব পালন করেন।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭