বিএনপির নাম ভাঙিয়ে চিহ্নিত দুর্বৃত্তরা রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী, লঞ্চ ও ফেরিঘাটসহ বিভিন্ন হাট-বাজারে চাঁদাবাজি, দখলবাজি ও মাদক সিন্ডিকেট পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা কোর্ট চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ড এলাকায় ও পৌর জামতলা বাজারে দুই দাফায় ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহম্মেদ, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান মনির, গোয়ালন্দ পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট, যৌনপল্লীসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি করা হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে চিহ্নিত কিছু দুর্বৃত্ত দৌলতদিয়া যৌনপল্লী, লঞ্চ ও ফেরিঘাট থেকে এবং হাট-বাজার দখল করে চাঁদাবাজি করছে। পুলিশ কমিশনার হাবিবুর রহমানের এজেন্ট দৌলতদিয়া যৌনপল্লীর ঝুমুর বেগমকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। পুলিশ প্রশাসনসহ আওয়ামী প্রেতাত্মা এ আন্দোলন দমাতে পারবে না।
অনতিবিলম্বে এসব চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে দাবি জানান যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭