Rajbari News 24

১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , সোমবার
Search
Close this search box.

পাংশায় স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বৃদ্ধাকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

রাজবাড়ীর পাংশায় স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বৃদ্ধা আশালতা দাস হত্যা মামলায় আসামি বিশ্বজিৎ কুমার বিশ্বাসকে মৃত্যুদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জ‌রিমানাও করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (৫ সেপ্টেম্বর) দুপ‌ু‌রে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) উজির আলী।

মামলা সূত্রে জানা গেছে, চল‌তি বছ‌রের ১২ ফেব্রুয়া‌রি রা‌তে স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বাড়িতে ঢুকে বৃদ্ধা আশালতা দাসকে শ্বাসরোধ ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা ক‌রেন প্রতিবেশী বিশ্ব‌জিৎ কুমার বিশ্বাস (২৫)। পরদিন ১৩ ফেব্রুয়ারি সকা‌লে বাড়ির কাজের লোক ঘরের বারান্দায় আশালতা দাসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে সন্দেহজনকভাবে বিশ্বজিৎকে পুলিশ আটক করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। পরে তার কাছ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তার দেখানো মতে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত হাতুড়ি।

এ ঘটনায় ওইদিনই নিহতের জামাতা স্বপন কুমার বিশ্বাস অজ্ঞাত আসা‌মি ক‌রে পাংশা থানায় এক‌টি হত্যা মামলা ক‌রেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী ব‌লেন, ‘আশালতা দাসের দুই মেয়ে। অনেক আগেই তাদের বিয়ে হয়েছে। তাই বাড়িতে তিনি একাই থাকতেন। তবে তার জায়গা-জমি দেখাশোনার জন্য একজন লোক ছিলেন। ১৩ ফেব্রুয়ারি সকা‌লে বাড়ির কাজের লোক ঘরের বারান্দায় আশালতা দাসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।’

আইনজীবী উজির আলী আরও ব‌লেন, ‘আশালতা দাস স্বর্ণালংকার পড়ে থাকতে পছন্দ করতেন। তার স্বর্ণালংকারের ওপর নজর পড়ে প্রতিবেশী ইলেকট্রিক মিস্ত্রি বিশ্বজিৎ বিশ্বাসের। কারণ, বিশ্বজিৎ দেনার দায়ে জর্জরিত ছিল। তার পরিকল্পনা ছিল আশালতা দাসের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেনা শোধ করবেন। ঘটনার দিন ভোরে আশালতা ঘুম থেকে উঠে বারান্দায় এলে আগে থেকে ওত পেতে থাকা বিশ্বজিৎ গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে হাতুড়ি দিয়ে আশালতার মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে শরীর থেকে স্বর্ণালংকার খুলে নিয়ে পালিয়ে যান তিনি। সাক্ষ্যগ্রহণ শেষে মাত্র সাত মাসের মধ্যে আদালত এ রায় দেন। এ রায়ের মধ্য দিয়ে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।’

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা!

রাজবাড়ীতে একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করেই ধোঁয়া উঠেছে। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ট্রেন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ধোঁয়া নিয়ন্ত্রণ করায়

গোয়ালন্দে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রাবাহী বাসের ধাক্কায় জাহাঙ্গীর মোল্লা (৩৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালকসহ ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার

রাজবাড়ী পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রাজবাড়ী পৌর বিএনপির ১০১ সদস্য ও ১৬ জন উপদেষ্টা বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা

রাজবাড়ীতে শিশু সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে মো. লতিফ কাজী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত

ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ গ্রেফতার

ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেফতার

আলীপুরে একই সময়ে দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য

এ যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। প্রথম স্বামীর সঙ্গে সংসার করতে করতেই বসেন দ্বিতীয় বিয়ের পিঁড়িতে। অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই। গোপনে মন