প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ৬:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ৭:৩৪ পূর্বাহ্ণ
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প
রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৫।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিমি.। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
সিলেট, গাজীপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, মানিকগঞ্জ, রংপুর, কুষ্টিয়া, নোয়াখালীসহ বিভিন্ন স্থান থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
রাজধানীতে আতংকে অনেকেই ঘরের বাইরে বেরিয়ে আসেন। এ সময় চারপাশে হইচই ও চিৎকার করতে শোনা যায়।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭
২০২৪ © Rajbari News 24 কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত