বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা গত ২৭ আগষ্ট ,২০২৪ রাত ১২.০০ ঘটিকা জোরপূর্বক চাকরি থেকে বহিষ্কৃত হওয়ার ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে সিএসই বিভাগের শিক্ষার্থীরা ।এক বিবৃতিতে অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা জানান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা তাকে স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কিছু অন্য বিভাগের শিক্ষার্থীরা জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করেছে। তিনি আরও জানান, এই ঘটনায় তার এবং তার পরিবারের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।
সিএসই বিভাগের শিক্ষার্থীরা দাবি করেন, এই বহিষ্কার কোনভাবেই স্বেচ্ছায় ছিল না এবং এ নিয়ে বোর্ড অব ট্রাস্টিজের তত্ত্বাবধায়নে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে। শিক্ষার্থীরা আশা ব্যক্ত করেছে,, "বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, একটি আস্থার প্রতীক। আমরা বিশ্বাস করি, কোন বিশৃঙ্খলা সৃষ্টিকারী এখানে প্রশ্রয় পাবেনা।"
এদিকে, সিএসই বিভাগের শিক্ষার্থীরা অধ্যাপক ভূঁঞাকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে এবং সঠিক ন্যায়বিচার না হলে ক্লাসে ফিরবে না বলে হুঁশিয়ারি দিয়েছে।
মূল বিষয়: বাউয়েটের একজন অধ্যাপককে জোরপূর্বক চাকরি থেকে বহিষ্কৃত করা হয়েছে, তিনি এর তদন্ত এবং পুনঃবহালের দাবি জানিয়েছেন।
দাবি: শিক্ষার্থীরা বাংলাদেশ সেনাবাহিনী বোর্ড অব ট্রাস্টিজের তত্ত্বাবধায়নে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা পুনঃবহাল এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উপসংহার: এই ঘটনা বাউয়েটের শিক্ষক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করা জরুরী।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭