Rajbari News 24

২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
Search
Close this search box.

দৌলতদিয়া-পাটুরিয়ায় ৪৬ ঘন্টা পর লঞ্চ চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে এ লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হচ্ছিল। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে ওইদিন সকাল ১১ টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।

পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী উপমহাব্যবস্থাপক সালাহ উদ্দিন বলেন, ‘বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর চারটার পর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এর পর থেকে সতর্কতার সঙ্গে ফেরি চলছে। তবে ঘাটে তেমন কোনও যানবাহন ও যাত্রী নেই। ফেরিগুলো ঘাটে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে যাচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ৮টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বর ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে।’

পাংশায় রয়্যাল এনফিল্ড কিনে না দেয়ায় ট্রেনের নিচে ঝাঁপ কিশোরের!

রাজবাড়ীর পাংশায় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনে না দেওয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শাফিন মণ্ডল (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুর ২টার

বসন্তপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা থেকে

কালুখালীতে বাজার নিয়ে বাসায় ফেরা হলো না মোকারমের!

বাজার নিয়ে বাসায় ফেরা হলো না মোকারম হোসেনের। রাজবাড়ীর কালুখালীতে বাজার নিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন তিনি। পথে মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল

পাংশায় বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেল রাসেলের!

রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল মণ্ডল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুই

রাজবাড়ীতে ভরা মৌসুমে একের পর এক শ্যালো মেশিন চুরি, দিশেহারা কৃষক!

পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে রাজবাড়ী সদর উপজেলায় একের পর এক ঘটছে শ্যালো মেশিন (সেচযন্ত্র) চুরির ঘটনা। ফলে সময় মতো ক্ষেতে পানি দিতে না পেরে সেচ

রাজবাড়ীর বসন্তপুরে কাঠের ফ্রেম চাপায় শ্রমিক নিহত

রাজবাড়ীতে কার্পেট তৈরির মেশিন বহন করার কাঠের ফ্রেমের চাপায় অয়ন আলী (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে সদর