সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ ও গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক সম্পাদক শওকত আলী দিদার হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে রাজবাড়ী শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, কেন্দ্রীয় কৃষক দলের সহ- সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দেশে কোন প্রকার অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। কিন্তু কিছু নামধারী ব্যক্তি বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, জমি দখল, মারধর, ভাংচুর করে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় কেন্দ্ৰীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি ও চন্দনীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ কর্মসূচীতে ন্যাক্কারজনক হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার পরিবারকে জড়িয়ে ষড়যন্ত্র ও বিষাদগারের নিন্দা জানান তারা।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মজিবুর রহমান, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম.এ. খালেদ পাভেল, জেলা জাসাসের আহ্বায়ক আশরাফুল আলম, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহিনুর রহমান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি দুলাল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেমসহ জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা বিএনপির নেতৃবৃন্দ রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনের সাথে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় করেন।