সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে এ মানববন্ধন করেন তারা।
একইসঙ্গে নিজ নিজ প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।
মানববন্ধনে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক শওকত মৃধা, আরাফাত আহমেদ, মাহাবুল ইসলাম, নুরতাজ তাজিয়া, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, ফজলুল হক গোলাপ, শাহেদ আলী ও প্রবীর কুমার সেন বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিধি অনুযায়ী পদোন্নতি পেয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হওয়ার কথা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের। কিন্তু সেসিপ প্রকল্প থেকে রাজস্ব হওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা মহাপরিচালককে বাধ্য করছে তাদের জেলা শিক্ষা অফিসার করতে। এ বিষয় নিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মহাপরিচালকের কার্যালয়ে গেলে সেখানে শিক্ষকদের লাঞ্ছিত করে সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা।
তারা বলেন, সারা বাংলাদেশে শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি চলছে। শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে বিধি বহির্ভুত সেসিপ প্রকল্প থেকে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার পাঁয়তারা বন্ধ করতে হবে। না হয় সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাধ্য হয়ে রাস্তায় নেমে পড়বে। শিক্ষকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭