বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ কর্তৃক ওয়াজ মাহফিলের বিরুদ্ধে চক্রান্তমূলক বক্তব্য এবং পর্দা নিয়ে আপত্তি তোলার কারনে তার পদত্যাগ ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলার আপামর তাওহীদি জনতা ও ছাত্র সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।
মানববন্ধনে মো. শান্ত, হাবিবুল ইসলাম রানা, সাহানা আক্তার, মো. তূর্য, মো. সাকিব, ইয়াছিন বিন শহিদ, শাবন্তি আক্তার বক্তব্য দেন।
বক্তরা বলেন, সৈয়দ জামিল আহমেদ ইসলাম ধর্মের ওয়াজ মাহফিল ও পর্দাকে কটূক্তি করেছেন। তিনি ইসলামি শরিয়তকে ব্যাকডেটেট বলেছেন। তাকে অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা না চায় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে এ ধরণের লোকের থাকার গ্রহণযোগ্যতা নেই। অতিদ্রুত তার পদত্যাগের দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাজবাড়ী শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭