রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধনকে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়র (র্যাব)।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর সদর উপজেলার পেয়ারপুর এলাকা থেকে ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার।
এহসানুল হাকিম সাধন রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই।
জানা গেছে, জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তুহিনুর রহমান তাকে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে গত ২৫ আগস্ট রাজবাড়ীর বিজ্ঞ বালিয়াকান্দি আমলী আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মৌসুমী সাহা মামলাটি আমলে নিয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। মামলায় রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিম ও চাচাতো ভাই এহসানুল হাকিম সাধনসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করা হয়।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, তুহিনুর রহমানের দায়ের করা মামলায় তিন নম্বর আসামি ছিলেন এহসানুল হাকিম সাধন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২ টার দিকে ফরিদপুর সদর উপজেলার পেয়ারপুর এলাকা থেকে এ মামলায় তাকে গ্রেফতার করে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭