রাজবাড়ীতে হত্যাচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: মুচিদহ গ্রামের মৃত হাবিবুর রহমান খানের ছেলে আমজাদ খান (৫০) ও একই গ্রামের নওশের খানের ছেলে হাফিজ খান (২৮)।
রাজবাড়ী সদর সেনা ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন মো. এনামুল হাসান জানান, রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মো. আব্দুল হান্নান খানের ছেলে মো. সাগর আলী খান সদর সেনা ক্যাম্পে এসে অভিযোগ করে বলেন, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে তার বাবা মো. আব্দুল হান্নান খান মুচিদহ খেলার মাঠ থেকে নিজ বাড়িতে ফেরার সময় ওই এলাকার কয়েকজন দুস্কৃতিকারী জমি সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র এবং ধারালো ছুরি দিয়ে তার বাবাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা এবং কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় তারা রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেছে। মামলায় অভিযুক্ত আসামিরা গ্রেফতার না হওয়ায় তাদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিতকরণে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন।
এ অভিযোগের গুরুত্ব বিবেচনায় রেখে সেনা কর্তৃপক্ষ দ্রুত একটি পরিকল্পিত অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সেনা ক্যাম্পের সেনা সদস্যদের একটি দল মুচিদহ গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে মামলার ২ নম্বর আসামি আমজাদ খান (৫০) ও ১০ নম্বর আসামি হাফিজ খানকে (২৮) গ্রেফতার করে। পরে রাত সোয়া ১০টার দিকে আসামিদের সেনা ক্যাম্প থেকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।