Rajbari News 24

২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , সোমবার
Search
Close this search box.

গোয়ালন্দে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, সেনাবাহিনী গ্রেফতার করল চারজনকে

রাজবাড়ীর গোয়ালন্দে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দেওয়ানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: দেওয়ানপাড়া এলাকার বাবুল শেখের ছেলে সোহেল শেখ, মৃত আলিমুদ্দিন খানের ছেলে জামাল খান এবং জামাল খানের দুই ছেলে সানি ও মাজিদ।

রাজবাড়ী সদর সেনা ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন মো. এনামুল হাসান জানান, শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর সেনা ক্যাম্পে ওবাইদুর সরদার নামে এক ব্যবসায়ী গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া এলাকার মোহাম্মদ ফারুক দেওয়ান, রাজু শিকদার, সোহেল শেখ, জামাল খান ও বাবলু শেখের বিরুদ্ধে তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আহমেদ ট্রেডার্সে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ করেন। অভিযোগ অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর অভিযুক্তরা ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তির সাথে মিলে প্রায় ৬০ হাজার টাকার পণ্য এবং নগদ ৮১ হাজার টাকা লুট করে এবং তার দোকানে ভাঙচুর চালায়।

এ অভিযোগের গুরুত্ব বিবেচনায় রেখে সেনা কর্তৃপক্ষ দ্রুত একটি পরিকল্পিত অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর রোববার রাত দেড়টার দিকে রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের সেনা সদস্যদের একটি দল দেওয়ানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সোহেল শেখ ও জামাল খানকে গ্রেফতার করে। এসময় অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করায় জামাল খানের দুই ছেলে সানি এবং মাজিদকেও গ্রেফতার করা হয়। পরে গোয়ালন্দ ঘাট থানাকে অবহিত করা হলে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। এসময় সকল অভিযুক্তকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ওবাইদুর সরদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার চারজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম

রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুল ইসলাম। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেফতার

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৬ এপ্রিল) রাতে ঢাকা মহানগর

অপহরণ মামলা থেকে বাঁচতেই কি ওসির বিরুদ্ধে মামলা?

রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী রিমা খাতুনের নামে পাংশা থানায়

আনন্দের সুন্নতে খতনার অনুষ্ঠানে নিমিষেই বিষাদের ছায়া!

বাড়িভর্তি মেহমান। সাজানো হয়েছে বড় প্যান্ডেল। রান্নার সব আয়োজনও সম্পন্ন। ছোটভাই রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানে গায়ে রঙ মেখে অন্য শিশুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে টাকা লুট

রাজবাড়ীতে সালমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘর থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৬ টার দিকে সদর