Rajbari News 24

১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
Search
Close this search box.

গোপনে স্কুলের আসবাবপত্র বিক্রি, ডেঙ্গুকে দুষলেন প্রধান শিক্ষক!

নিলাম বিজ্ঞপ্তি না দিয়ে গোপনে নামমাত্র মূল্যে বিদ্যালয়ের পুরাতন আসবাবপত্র বিক্রি করার অভিযোগ উঠেছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে।

তবে এ নিয়ে হাস্যকর বক্তব্য প্রধান শিক্ষকের। তার দাবি, ডেঙ্গু প্রতিরোধের জন্য পুরাতন আসবাবপত্র বিক্রি করেছেন তিনি।

জানা গেছে, গোপনে বিক্রি করা স্কুলের মালামালের মধ্যে আছে প্লাস্টিক পিভিসি সিলিং ৪৫১ কেজি, হাউস বিল্ডিং প্লাস্টিক পিভিসি ১১৮ কেজি, প্লাস্টিক চেয়ার ২২৮ কেজি, কাগজের কার্টন ৩৭০ কেজি, কাগজ ১৮৭ কেজি, ফ্যান ১৭টি, ফোম চেয়ার ১৮টি, লোহার রড ১৯৯ কেজি, অ্যাঙ্গেল ১৩১ কেজি ও টিন ৩৮৭ কেজি। আর এসব মালামালের মূল্যে ধরা হয়েছে মাত্র ৬৯ হাজার ৫০১ টাকা।

সূত্র জানায়, কাগজ কলমে প্রধান শিক্ষক উল্লিখিত দর দেখালেও বাস্তবে ব্যবহারযোগ্য পুরাতন এসব মালামাল বিক্রি করেছেন আড়াই লক্ষাধিক টাকায়। এসব মালামালের কিছু অংশ পিস হিসেবে বিক্রি করা হলেও দেখানো হয়েছে কেজি দরে বিক্রির মূল্য। দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কর্তৃপক্ষের (স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক) বৈধ অনুমতি ছাড়াই এসব পুরাতন মালামাল নিলাম বিজ্ঞপ্তি না দিয়ে বিক্রি করা হয়। এর মাধ্যমে প্রধান শিক্ষক হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। আর তার এই অবৈধ কাজে সহযোগিতা করেছে স্কুলের আরও কয়েকজন শিক্ষক।

একটি সূত্র জানায়, বিক্রিত এসব মালামালের মধ্যে ৩০০টি ভালো প্লাস্টিকের চেয়ার ছিল। সেগুলোও বিক্রি দেখানো হয়েছে ৪৫ টাকা কেজি দরে। আর ১৮টি ফোমের চেয়ার বিক্রি মূল্য দেখানো হয়েছে মাত্র ১০০ টাকা পিস করে। এ ছাড়াও ১৭টি সিলিং ফ্যানের মূল্য ধরা হয়েছে ৩৫০ টাকা প্রতি পিস হিসেবে। অন্যান্য মালামালের মূল্যও কম দেখানো হয়েছে। এ ছাড়া আরও কিছু মালামাল তালিকা ছাড়াই বিক্রি করা হয়।

সরেজমিনে রাজবাড়ী শহরের পৌর ইংলিশ সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের দুটি ভাঙারির দোকানে গিয়ে বিক্রি হওয়া এসব মালামাল দেখা গেছে। দোকান দুটির মালিকের মধ্যে উজ্জ্বল খান নামে একজন জানান, মালামালগুলো রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে হুমায়ুন নামে এক ব্যক্তি ক্রয় করেছেন। কীভাবে ক্রয় করেছেন তা জানা নেই।

বিষয়টি নিয়ে কথা বলতে হুমায়ুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে; তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

এ দিকে সাংবাদিকরা সেই ভাঙারির দোকানে গিয়ে ছবি ও ভিডিও করার পর একটি ভ্যানে করে প্লাস্টিকের চেয়ারগুলো অন্যত্র সরিয়ে ফেলা হয়।

এ বিষয়ে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘ঢাকাসহ দেশের প্রায় জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মাঠ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু বিস্তার রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশনা এসেছে। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে মশার উৎপত্তিস্থল বিবেচনায় এসব মালামাল বিক্রি করা হয়েছে। বিক্রিত মালামালের পুরো টাকা এখনো হাতে পাইনি। পুরো টাকা হাতে পেলে সরকারি ট্রেজারে জমা দেয়া হবে। আর আসবাবপত্র বিক্রি একটি ছোট বিষয়, যে কারণে নিলাম বিজ্ঞপ্তি দেয়া হয়নি।’

এ দিকে সরেজমিনে স্কুলের চারপাশে অপরিষ্কার ও মাঠে অনেক আগাছা দেখা যায়। ডেঙ্গু প্রতিরোধে এগুলো পরিষ্কার করা হয়নি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘাস কাটা মেশিন মেরামত করতে দেয়া হয়েছে, তাই সেগুলো পরিষ্কার করা হয়নি।’

রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে। কেউ যদি নিয়মবহির্ভূতভাবে সরকারি মালামাল বিক্রি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম

রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুল ইসলাম। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেফতার

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৬ এপ্রিল) রাতে ঢাকা মহানগর

অপহরণ মামলা থেকে বাঁচতেই কি ওসির বিরুদ্ধে মামলা?

রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী রিমা খাতুনের নামে পাংশা থানায়

আনন্দের সুন্নতে খতনার অনুষ্ঠানে নিমিষেই বিষাদের ছায়া!

বাড়িভর্তি মেহমান। সাজানো হয়েছে বড় প্যান্ডেল। রান্নার সব আয়োজনও সম্পন্ন। ছোটভাই রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানে গায়ে রঙ মেখে অন্য শিশুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে টাকা লুট

রাজবাড়ীতে সালমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘর থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৬ টার দিকে সদর