ভারত মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক সমর্থনের প্রতিবাদে রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠে উপজেলা কওমী মাদরাসা উলামা পরিষদের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কওমী মাদরাসা উলামা পরিষদের সভাপতি শাইখুল হাদিস হাফেজ মাওলানা নূর হুসাইনের সভাপতিত্বে সমবেশে মাওলানা ইয়াসিন সুলতান, মাওলানা সাইদুর রহমান, মাওলানা নুরুল আলম, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল ওদুদ, মাওলানা নুরুল হক, মাওলানা হারুনুর রশিদ, মুফতি সাইফুল ইসলাম, মুফতি ইলিয়াছ, মুফতি দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ভারত মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক মসজিদে ঢুকে মুসলমানদের হত্যার হুমকির প্রতিবাদ জানাচ্ছি। তাদের উদ্দেশ্য একটাই, এই পৃথিবীর বুকে তারা সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা সমস্ত বিশ্বের মুসলিমদেরকে এই পৃথিবী থেকে উৎখাত করার পাঁয়তারা চালাচ্ছে। বিশ্বের যত কাফির, মুশরিক, বেদ্বীনরা আছে; যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, যারা ইসলামকে শেষ করে দিতে চায়- তাদের মনে রাখতে হবে আল্লাহ্ তায়ালাই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। যত পরিকল্পনাই তারা করুক কোনদিনও ইসলামকে ধ্বংস করতে পারবেনা।
বক্তারা আরও বলেন, ভারতের এই পুরোহিত ও রাজনৈতিক নেতার ফাঁসি দিতে হবে। পুনরায় যেন আর কেউ এমন সাহস না পায় তার ব্যবস্থা করতে হবে। যতদিন এর বিচার নিশ্চিত না হয় ততদিন ভারতীয় সকল পণ্য বয়কট করতে হবে।
সমাবেশ শেষে স্টেডিয়াম মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বালিয়াকান্দি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বালিয়াকান্দি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন রাজবাড়ী জেলা কওমী মাদরাসা উলামা পরিষদের সভাপতি মাওলনা শরীফ মাসুম বিল্লাহ নেছারী।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসার শিক্ষক, মওলানা, মুফতি, হাফেজ, খতিব, ইমাম, ছাত্র, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।