রাজবাড়ীর কালুখালীতে পদ্মা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে আব্দুর রাজ্জাক শেখ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক কৃষ্ণনগর এলাকার মৃত নওয়াব আলী শেখের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। তবে কৃষি কাজের পাশাপাশি তিনি পদ্মা নদীতে মাছ শিকার করতেন।
আব্দুর রাজ্জাকের ভাই সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখ জানান, দুুপুর ২ টার দিকে আব্দুর রাজ্জাকসহ তিনজন নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ শিকার করতে যান। এসময় বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু হলে তারা নৌকা নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করেই বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা থাকা অপর দুই জেলে সামান্য আহত হন।
রতনদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনেচ খাঁ জানান, আব্দুর রাজ্জাকের চার মেয়ে ও এক ছেলে রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।