Rajbari News 24

২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , রবিবার
Search
Close this search box.

রাজবাড়ীতে প্রবাসীর ছেলেকে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রামনগর গ্রামে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, ছেলেকে কুপিয়ে জখম এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগে মামলা হয়েছে।

গত ৬ অক্টোবর রাজবাড়ীর বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৩ ও ৪ ধারায় মামলাটি দায়ের করেন প্রবাসী মো. জুয়েল বিশ্বাসের স্ত্রী মোছা. লাইলী বেগম (৪৮)।

মামলার আসামিরা হলেন- সুলতানপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আয়নাল বিশ্বাসের ছেলে মো. লিটন বিশ্বাস (৪০), মো. গৈজদ্দিন বিশ্বাস (৪৮), জয়নাল বিশ্বাসের ছেলে নজরুল বিশ্বাস (৪৫), জহো বিশ্বাস (৪৮), জহো বিশ্বাসের ছেলে ছাব্বির বিশ্বাস (২১) ও তাহের ফকিরের ছেলে পলাশ ফকির (২৬)।

মামলায় প্রবাসীর স্ত্রী লাইলী বেগম অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে থাকার কারণে আসামিরা বিভিন্ন সময় তার দুই ছেলে রাকিব বিশ্বাস ও শামীম বিশ্বাসের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাদের ওপর ক্ষিপ্ত হয়। এরই জের ধরে গত ২৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আসামিরা বাঁশের লাঠি, লোহার রড, চাইনিজ কুড়াল, রাম দা, হকিস্টিক ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে বিল্ডিং ঘরের ৮ টি জানালার থাই গ্লাস ভেঙে ফেলে। এসময় আসামিরা তার ছেলে রাকিবের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আবারও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে রাজী না হলে আসামিরা তার ছেলে রাকিবকে বেধরক মারপিট করে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। তার দুই বছর বয়সী নাতি মোমিনুরকেও ছুড়ে ফেলে দেয় আসামিরা।

এরপর আসামিরা তাদের ঘরের ফাইল কেবিনেটের ড্রয়ার থেকে নগদ সাড়ে ৬ লাখ টাকা ও এক ভরি ওজনের স্বর্ণের চেইন লুট করে নেয়। এছাড়া তার পূত্রবধূ পাপিয়া আক্তারের গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা তাদের সবাইকে ঘরের মধ্যে আটকে বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। পরে প্রতিবেশীরা ঘরের তালা ভেঙে তাদের উদ্ধার করে তার ছেলে রাকিবকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর তারা ৯৯৯ এ ফোন করলে রাজবাড়ী সদর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে তিনি থানায় মামলা দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন। যে কারণে তিনি গত ৬ অক্টোবর রাজবাড়ীর বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৩ ও ৪ ধারায় মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

রাজবাড়ীতে বিএনপির ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর, সুলতানপুর, বসন্তপুর ও মুলঘর ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ)

কালুখালীতে মাদ্রাসার ৩ ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক গ্রেফতার

রাজবাড়ীর কালুখালীতে মাদ্রাসার তিন ছাত্রকে বলাৎকারের চেষ্টার মামলায় আব্দুল্লাহ আল মামুন (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) দুপুরে তাকে আদালতে

রাজবাড়ীতে লাখ টাকায় নকল স্বর্ণমুদ্রা কিনে প্রতারিত ব্যবসায়ী

দোকানের ক্রেতা সেজে সখ্যতা গড়ে তোলার পর প্রতারণার মাধ্যমে দোকান মালিকের কাছে নকল স্বর্ণমুদ্রা বিক্রি করে ১ লাখ ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক।

রাজবাড়ীতে ৩২ মামলার আসামি কালু গ্রেফতার

রাজবাড়ীতে হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র মামলাসহ মোট ৩২ মামলার আসামি কালু হাওলাদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে

শিশু আছিয়া ধর্ষণে জড়িতদের ফাঁসি চায় ইসলামী ছাত্র আন্দোলন

দেশব্যাপী নারীদের শ্লীলতাহানি ও নিপীড়নের  প্রতিবাদ এবং মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণে জড়িতদের ফাঁসির দাবিতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন। সোমবার (১০ মার্চ) বেলা

ধর্ষণের প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ 

দেশব্যাপী নারীদের শ্লীলতাহানি, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ)