শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়া জমিদার বাড়ি দুর্গাপূজা মন্দির, টিএন্ডটি পাড়া সার্বজনীন মন্দির, বড়পুল সার্বজনীন মন্দির ও হরিতলা সার্বজনীন মন্দির গুলো পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দ।
এর আগে সদর উপজেলার পাঁচুরিয়া ও বারবাকপুর পূজা মণ্ডপ পরিদর্শন করেন তারা।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এডঃ কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এডঃ আসলাম মিয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র সহ-সভাপতি আঃ মালেক খান, সাবেক সভাপতি গোলাম কাশেম, সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী মোল্লা, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সহ-সভাপতি রবিন কুমার দাস, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী সরকারী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ টোকন মন্ডল, সাধারণ সম্পাদক রবিনসহ জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূজা মণ্ডপ পরিদর্শনকালে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ মোঃ আসলাম মিয়া প্রতিটি মন্দিরে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭